শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

বরিশাল বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমছে

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। একই সঙ্গে নতুন করে ২৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮শ ৮৬ জন।

বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

ডা. বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ২৭৫ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

বরিশাল জেলায় নতুন করোনা আক্রান্ত ৮৫ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮৭৮ জন, ভোলায় নতুন ৮ জন নিয়ে ২ হাজার ৬০ জন, পটুয়াখালীতে নতুন ২০ জন নিয়ে ২ হাজার ৪৮৫ জন, পিরোজপুরে নতুন ৮০ জন নিয়ে ২ হাজার ২৭৫ জন, বরগুনায় নতুন ২৯ জন নিয়ে ১ হাজার ৪৪২ জন এবং ঝালকাঠিতে নতুন ৬৪ জন নিয়ে ১ হজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পিরোজপুরের ব্রাহ্মণকাঠি গ্রামের আকুলি রানি সাহা (৭৫), মাসিমপুর গ্রামের দিনা আফরোজ (৫০) জেলা সদর হাসপাতালে ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের তাজেম্বর (৭০), নরখালী গ্রামের এনায়েত (৫৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের বাদল খান (৫০) এবং বরিশাল সিটি করপোরেশন এলাকার সার্কুলার রোডের বাসিন্দা ফজিলাতুন্নেছা (৬২) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English