বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বশেমুরবিপ্রবিতে অনলাইন ক্লাস নিয়ে ছাত্র ইউনিয়নের ৭ দফা দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

অনলাইন ক্লাস শুরুর বিষয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসনকে ৭ দফা দাবি বেঁধে দিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন।

বুধবার (১ জুলাই) বশেমুরবিপ্রবি শাখা ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। সেখানে তারা অনলাইন ক্লাস শুরু করার জন্য ৭ দফা দাবি তুলেছেন। দাবিগুলো হলো-

১. প্রত্যেক শিক্ষার্থীর অনলাইন ক্লাস করার যাবতীয় ডেটা খরচ বিশ্ববিদ্যালয়কে প্রদান করতে হবে। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে হবে।

২. যে সকল শিক্ষার্থীদের ডিভাইস নেই, তাদের চিহ্নিত করে ডিভাইস কেনার জন্য অর্থায়নের ব্যবস্থা করতে হবে।

৩. রাষ্ট্র ও টেলিকম অপারেটরদের সহযোগিতা নিয়ে সব শিক্ষার্থীর জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে হবে।

৪. প্রত্যেক শিক্ষার্থীর সাথে সরাসরি যোগাযোগ করে একটি পূর্ণাঙ্গ জরিপ পরিচালনার মাধ্যমে ডাটাবেজ তৈরি করতে হবে।

৫. প্রত্যেকটি ক্লাস যেন শিক্ষার্থীরা যেকোনো সময় ডাউনলোড করতে পারে তাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটসহ ডিপার্টমেন্টের ফেসবুক গ্রুপ, ইউটিউব ও গুগল ড্রাইভে আপলোড করে মুক্ত অবস্থায় রাখতে হবে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে।

৬. ক্লাসে উপস্থিতির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা মার্কস রাখা যাবে না। এ সকল ক্লাসকে অফিসিয়াল ক্লাস হিসেবে বিবেচনা করা যাবে না।

৭. শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাউন্সিলিং কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে হবে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের শাখা সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পী ও সাধারণ সম্পাদক নাজমুল মিলন এক যৌথ বিবৃতিও দিয়েছেন।

বিবৃতিতে বলেন, সব ছাত্রের অংশগ্রহণ নিশ্চিত না করে অনলাইন ক্লাস শুরু করা হলে তা হবে শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের চরম বৈষম্যমূলক আচরণ। এমন একটি সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষার্থীদের মধ্যে দৃশ্যমান কোনো জরিপ না করে দায়সারাভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাই সকল শিক্ষার্থীদের স্বার্থে আমাদের এই ৭ দফা দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মেনে নিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English