সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বস্তায় আসছিল নতুন অস্ত্রশস্ত্র ও মাদক, আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

যশোরে সীমান্ত এলাকা থেকে ১১টি পিস্তলসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র, মাদকসহ তিনজনকে আটক করেছে বিজিবি। ভারত থেকে চোরাই পথে এগুলো আনা হয়েছিল বলে শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন যশোরের শার্শা উপজেলার ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে মো. সাজ্জুল (৩০), সর্বাঙ্গহুদা গ্রামের সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও একই গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫)। তিনজনই অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে বিজিবির ভাষ্য।

ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন বস্তাসহ দুজনকে আটক করতে সক্ষম হন বিজিবির সদস্যরা। ওই বস্তায় তল্লাশি করে ১১টি নতুন পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০টি গুলি ও ১৪ কেজি গাঁজা পাওয়া হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে হাবিলদার (সিগন্যাল) মিজানুর রহমানের নেতৃত্বে শার্শা উপজেলার রঘুনাথপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় টহল দলটি দেখতে পায়, মেইন পিলার ২১/৬ এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ২ নম্বর ঘিবা নামক স্থান দিয়ে তিনজন বস্তা মাথায় নিয়ে আসছেন। তাঁদের চ্যালেঞ্জ করে বিজিবির টহল দলটি। এ সময় ওই তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন বস্তাসহ দুজনকে আটক করতে সক্ষম হন বিজিবির সদস্যরা। ওই বস্তায় তল্লাশি করে ১১টি নতুন পিস্তল, ২২টি ম্যাগাজিন, ৫০টি গুলি ও ১৪ কেজি গাঁজা পাওয়া হয়। পরে ওই দুজনের দেওয়া তথ্যে অপরজনকে আটক করে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা শনিবার সন্ধ্যায় বলেন, এসব অস্ত্র ও গাঁজা চোরাই পথে ভারত থেকে আনা হয়েছিল। পরবর্তী গন্তব্য ছিল শার্শার নাভারণ মোড়। আটক হওয়া তিনজনই অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এই তিনজনের সঙ্গে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English