বৈশ্বিক অনলাইন টেকনোলজি ও টুর্নামেন্ট প্ল্যাটফর্ম ‘ইস্পোর্টস প্লেয়ার লিগ (ইএসপিল) ও বাংলাদেশের বৃহত্তম ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইস্পোর্টসের ভবিষ্যৎ লালন-পালনের লক্ষ্য নিয়ে, দক্ষিণ এশিয়ায় ইএসপিএল তৃণমূল পর্যায়ের ‘রায়ট গেমস’ টুর্নামেন্ট আয়োজন করেছে।
বাংলাদেশের ই-স্পোর্টস খাতটি সম্প্রতি বিভিন্ন টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর আগ্রহ আকর্ষণ করেছে। তবে, বঙ্গ’র সাথে ইএসপিএল-এর এই চুক্তিটিই হবে বিদেশি কোন ই-স্পোর্টস কোম্পানির বাংলাদেশে প্রথম পদার্পণ, যেটি কি না দেশের ই-স্পোর্টস অঙ্গনকে আরো সামনে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
দেশের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র সাথে ইএসপিএল-এর এই চুক্তিটি, তরুণ ইস্পোর্টস প্লেয়ারদের জন্য একটি আশাব্যঞ্জক পদক্ষেপ হবে, যেটি তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বিশ্বমানের ইস্পোর্টস প্ল্যাটফর্মে নিজেদের মেলে ধরার প্রত্যাশাটি পূরণ করবে।
দক্ষিণ এশিয়ায় প্রথম পদক্ষেপ হিসেবে ইএসপিএল তৃণমূল পর্যায়ের ‘রায়ট গেমস’ টুর্নামেন্ট আয়োজন করেছে। “ESPL Valorant Power Up Bangladesh Series” শিরোনামে আয়োজিত এই টুর্নামেন্টটি চলবে ৬ মাসব্যাপী। প্রতিযোগিতার বিজয়ী দলের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ১১,৪৫,০০০ টাকা। অ্যামেচার কাপ ও ইনভাইটেশনাল কাপ – এই দুই ক্যাটাগরিতে বিভক্ত টুর্নামেন্টটির প্রতি মাসে বিজয়ীরা ১,৯০,৮০০ টাকা করে পাবেন।
এ বিষয়ে ইএসপিল-এর সিইও মাইকেল ব্রোডা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, এমন অসংখ্য তরুণ প্রতিভাবান ইস্পোর্টস খেলোয়াড় রয়েছে। ‘ভ্যালোরেন্ট’ এর মতো টুর্নামেন্টগুলো ইস্পোর্টস খেলোয়াড়দের জন্য টেকসই গেমিং ইকোসিস্টেট গঠনে ও তাদের বিশ্ব চ্যাম্পিয়ন করে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য আমাদের খেলোয়াড় এবং ব্র্যান্ডগুলির স্থায়ী ভিত্তি তৈরিতে সহায়তা করবে।
ESPL Valorant Power Up Bangladesh series এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে গত ৭ ডিসেম্বর থেকে, রেজিস্ট্রেশনের সময় সীমা শেষ হবে ২০ ডিসেম্বর।
বিস্তারিত জানতে ESPL Bangladesh tournaments এর ওয়েবসাইটে ভিজিট করতে পারে। https://espl.gg/bangladesh