বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বাংলাদেশে খেললে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যেত : মরগ্যান

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন
বাংলাদেশে খেললে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যেত : মরগ্যান

করোনার কারণে আইপিএল স্থগিত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বলেছিল, তাদের ক্রিকেটারদের আর আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ভারতের তদবিরে তাদের মত পাল্টে গেছে। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হবে আইপিএলের বাকি অংশ। একই সময়ে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও আইপিএলের কারণে সেটা দেড় বছর পেছানো হয়েছে। এবার তাই আইপিএলে খেলতে চান ইয়োইন মরগ্যান।

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক মরগ্যান বলেছেন, ‘আইপিএলের বাকি ম্যাচগুলোতে আমি খেলব। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফর থাকলে তখন বিষয়টা অন্য রকম হতো। বাংলাদেশে ম্যাচ খেলার সুযোগ পেলে বিশ্বকাপের প্রস্তুতি হয়ে যেত। কারণ, আমিরাত ও বাংলাদেশের পরিবেশের মধ্যে খুব একটা ফারাক নেই। কিন্তু সেই সফর পিছিয়ে গেছে। তাই আইপিএল খেলতে কোনো সমস্যা নেই।’

এসময় মরগ্যানকে প্রশ্ন করা হয়- ইংল্যান্ড দলের বাকিদেরও কি তিনি আইপিএল খেলার অনুরোধ করবেন? জবাবে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘প্রত্যেকের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। বিশ্বকাপের আগে যদি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়, তাহলে আইপিএল খেলতেই পারে। অথবা যদি তারা বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপে নামতে চায়, সেটাও কিন্তু খারাপ নয়। উভয় দিক দিয়েই লাভের সুযোগ আছে। এখন যারা খেলতে চাইবে খেলবে।’

রাজস্থান রয়্যালসের জস বাটলার যদিও সেপ্টেম্বরে আইপিএল খেলতে যেতে চান না। তার স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় তিনি স্ত্রীর পাশে থাকবেন। বাটলার বলেছেন, ‘আমার পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। সেপ্টেম্বরেই দ্বিতীয় সন্তান আমাদের পরিবারে আসবে। এই মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে চাই। কারণ, সেই সময় আইপিএল খেলতে চলে গেলে আমার মধ্যে বাড়তি চাপ তৈরি হবে। ম্যাচে মনযোগ দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যাবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English