বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন

বাংলাদেশ কোস্টগার্ডের অভিজানে মাদক ব্যবসায়ী আটক

মোংলা প্রতিনিধিঃ মনির হোসেন
  • প্রকাশিতঃ সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
বাংলাদেশ কোস্টগার্ডের অভিজানে মাদক ব্যবসায়ী আটক

মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দলের সদস্যরা গত রবিবার (৭ মার্চ) রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনার লবনচরা থানার অন্তর্গত খান জাহান আলী সেতু এলাকায় অভিযান পরিচালনা করে  ৩৮৮ পিস ইয়াবাসহ রিয়াজুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট এম মাজহারুল হক জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ  থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দলের গত রবিবার রাত ৮ টায় খান জাহান আলী সেতু এলাকায় অভিযান চালিয়ে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছে জব্দ করা হয় ৩৮৮ পিস ইয়াবা। কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক রিয়াজুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সোনাখালি গ্রামের রফিজ উদ্দিন শেখের ছেলে। আটক রিয়াজুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় স্থানান্তর করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি চোরাচালানেও কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English