রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বাইডেনের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: এরদোয়ান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
বাইডেনের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: এরদোয়ান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাইডেনের এই মন্তব্য ‘অগ্রহণযোগ্য’ এবং ‘একজন প্রেসিডেন্টের জন্য যথাযথ নয়’ বলে জানিয়েছেন এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।

গত বুধবার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলে মন্তব্য করেন বাইডেন। পরে বাইডেনের মন্তব্যের জবাবে পুতিন বলেন, আমরা সবসময় অন্যের মাঝে নিজের দোষ খুঁজতে চেষ্টা করি।

পুতিনের মতো এরদোয়ানও ভালোভাবে নেননি বাইডেনের ওই মন্তব্য। তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এমন মন্তব্য মানায় না।’ বাইডেনের মন্তব্যের ‘স্মার্ট” এবং ‘যথাযথ’ জবাব দেয়ার জন্য পুতিনের প্রশংসাও করেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত নতুন এক প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল। এক্ষেত্রে তাদের লক্ষ্য ছিল জো বাইডেনের প্রার্থীতা ও ডেমোক্র্যাটিক পার্টির সমালোচনা, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন, নির্বাচনী ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা হ্রাস করানো এবং যুক্তরাষ্ট্রের আর্থ-রাজনৈতিক বিভাজনকে বাড়িয়ে তোলা।

সেই প্রেক্ষিতে বুধবার ‘এবিসি নিউজ’-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়ার রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে নির্বাচনে জেতাতে চক্রান্ত করেছিলেন, সেজন্য মূল্য চোকাতে হবে তাকে। কেবল এটুকুই নয়। এরই পাশাপাশি পুতিনকে ‘খুনি’ বলেও আখ্যা দেন বাইডেন। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সই নাভালনিকে বিষ খাইয়ে খুনের জন্য তিনি অভিযুক্ত করেন পুতিনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English