শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় নাজমুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বালিয়াকান্দির মাদারতলা নামক স্থানে দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সে উপজেলার জাবরকোল গ্রামের টুটুল মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ইমরুল জানান, নাজমুল পেশায় একজন রাজমিস্ত্রীর সহকারী। সকালে নাজমুল সাইকেল যোগে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। এসময় পিছন থেকে একটি হর্ন না দিয়েই চাপা দেয়। স্থানীয়রা তাকে বালিয়াকান্দি হাসপাতালে আনলে, পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শুনেছি সেখানেই তার মৃত্যু হয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেটি মারা গেছে। এ ঘটনায় ট্র্যাক চালক ও ট্র্যাকটিকে আটক করে বালিয়াকান্দি থানায় আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English