আগামী ২১ জুলাই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ওইদিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতে ঈদের নামাজ হবে। আর প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে।
করোনা পরিস্থিতিতে দেশজুড়ে কয়েক দফা লকডাউনের পর ঈদ উপলক্ষে এবার তা শিথিল করা হয়েছে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।