রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনারগাঁ উপজেলা শাখা।

মঙ্গলবার বিকেল চারটায় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাঁচপুর বাস স্টান্ডে এসে শেষ হয়। এসময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে স্বাগত জানিয়ে ও সরকারের পতন চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে পোগ্রামের সমাপ্তি ঘোষনা করা হয়। এসময় কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এসময় সোনারগাঁ থানা ছাত্রদল নেতা শাহজালাল, সিফাত আদনান, আরিফিন শুভ, আরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, ফজলে রিমন, মোঃ সজিব মিয়া, আরিয়ান জুয়েল, রাসেল, কালাম, শাকিল, সোনারগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন, মামুন, হাসান রাতুল, শুভ আহমেদ, নওগাঁ ইউনিয়ন ছাত্রদল নেতা জাফর, শাওন সহ সোনারগাঁ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের শতাধিক ছাত্রদল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English