সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিএনপির প্রার্থীকে ‘কালো পতাকা’ দেখালেন বহিষ্কৃতরা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

প্রতীক পেয়ে প্রচার শুরুর প্রথম দিনেই দলের একটি অংশের বিরোধিতার মুখে পড়েছেন ঢাকা–১৮ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তাঁর বিরুদ্ধে ‘কালো পতাকা’ নিয়ে মিছিল করেছেন সম্প্রতি দল থেকে বহিষ্কৃত নেতা–কর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর নির্বাচনী এলাকার উত্তরার ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন থেকে ধানের শীষ প্রতীক বরাদ্দ পাওয়ার পর এস এম জাহাঙ্গীর উত্তরার ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়েন। নামাজ শেষে সেখান থেকে নেতা–কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ কয়েক হাজার কর্মী-সমর্থক ছিলেন। তাঁরা খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের পক্ষের ভোট চেয়ে স্লোগান দেন, মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর হোসেনের গণসংযোগে কয়েক হাজার কর্মী-সমর্থক ছিলেন। তাঁরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে উত্তরার রবীন্দ্রসরণি এলাকায় যান। সেখানে সড়কের যে অংশে তাঁরা ছিলেন, এর চেয়ে বেশ কিছুটা দূরে ২৫-৩০ জন কালো পতাকা নিয়ে একটি মিছিল বের করেন। তাঁদের ব্যানারে লেখা ছিল ‘হামলার বিচার চাই, সন্ত্রাসী এস এম জাহাঙ্গীরের বহিষ্কার চাই’। মিছিলটি গণসংযোগের পেছনের দিকে ছিল। একপর্যায়ে জাহাঙ্গীরের গণসংযোগের বহরে থাকা সমর্থকেরা ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যান।
এ আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ​কারের দিন বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে জাহাঙ্গীরের সমর্থকদের সঙ্গে এম কফিলউদ্দিন আহমেদের (মনোনয়নপ্রত্যাশী ছিলেন) সমর্থকদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে জাহাঙ্গীরকে মনোনয়ন দিলে তাঁরা আরও ক্ষুব্ধ হন। মনোনয়নবঞ্চিত কফিল উদ্দিনের সমর্থকেরা ১০ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ঢিল ও ডিম ছুড়ে মারেন। এ ঘটনায় ১৭ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে দক্ষিণখান থানা ​বিএনপির সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান গতকালের মিছিলে ছিলেন।

পরে মতিউর রহমান সাংবাদিকদের বলেন, তাঁরা এস এম জাহাঙ্গীরের মিছিলের পেছনে কালো পতাকা নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।
অবশ্য বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের একান্ত সহকারী হারুনুর রশীদ বলেন, ‘আসলে ওই রকম কিছু্ই হয়নি। গুটিকয়েক ব্যক্তি রাস্তায় একটি ব্যানার নিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়েছে, সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিও দিয়েছে। যেখানে তাদের কয়েকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা যাচ্ছে।’
গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন
জনসংযোগে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেন, দেশ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ধানের শীষকে বিজয়ী করবেন। তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির নির্বাচন।
জনসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা–১৮ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী সমন্বয়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ, হাবিবুর রহমান, আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, হাবিব–উন–নবী খান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক ফুটবলার আমিনুল হক প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English