দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শনিবার (৮ আগস্ট) বিকেল পাঁচটায় অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে যথারীতি লন্ডন থেকে যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দলের আগামীর করনীয় ঠিক করতে গত কয়েক বৈঠকে সিনিয়র নেতাদের আলাদা বক্তব্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য শুনেছেন তারেক রহমার। আজকের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্য দেবেন। এর পরই দলের আগামী করনীয় ও কর্মসূচি ঠিক করবেন তারেক রহমান।
এছাড়াও আগামী ১৫ আগস্ট থেকে বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু হচ্ছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এ বৈঠকে। পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপিনেতারা আলোচনা করবেন।