শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বিএনপি-জামায়াত থেকে এবি পার্টিতে ২৫ নেতাকর্মী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন নেতা এবি পার্টিতে (আমার বাংলাদেশ পার্টি) যোগদান করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবি পার্টি বিজয়নগর কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, অপরাজনীতি অব্যাহত থাকায় বাংলাদেশের গণতন্ত্র, সংবিধান, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে অনেক আগেই। এখন দেখা যাচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক অন্যান্য প্রতিষ্ঠানও কলুষিত হবার পথে। রাজনীতির নামে চলছে ব্যবসা। দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। এখান থেকে পরিত্রাণ পেতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একটি নবগঠিত রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

বিশেষ অতিথি নারী নেত্রী ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ বলেন, সবার ওপরে রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে এবং পার্টিকে গণতান্ত্রিক উপায়ে চালালে ভবিষ্যতে এবি পার্টি নিঃসন্দেহে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য সংগ্রাম। এবি পার্টি সেই সংগ্রাম সফল করে বাংলাদেশকে কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে এবি পার্টির নীতি কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শ্রমিক নেতা মো. আনোয়ার হোসেন (আনোয়ার ফারুক), বিএনপি নেতা ও ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক জয়েন্ট সেক্রেটারি তরিকুল ইসলাম তারেক, জামায়াতে ইসলামী কদমতলী থানার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, নিউমার্কেট থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোতাহের হোসেন, বেলকুচি থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি, বিএনপি নেতা শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা বিবর্তন ফাউন্ডেশনের সদস্য মো. কেফায়েত হোসেন তানভীর, সাবেক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা গ্লোবাল ইউনিভার্সিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ মহিব, নারী সংগঠক ইভানা শাহীন, ছাত্রশিবির ঢাকা মহানগরীর সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক ওমর ফারুক, জাসদ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক তানভির আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রমিক নেতা মাইনুদ্দিন পাটোয়ারি, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মো. জামাল হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি মো. নূরনবী, সমাজসেবক হারুন অর রশীদ, সাবেক জামায়াত নেতা ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, সাবেক বিএনপি নেতা এনামুল হক, নারী অধিকার কর্মী তানজিমা রায়হান, সমাজকর্মী কাজল মিয়া, বাংলাদেশ ছাত্র কল্যাণ পার্টির সাবেক সভাপতি মো. ওমর ফারুক, যুবনেতা সায়মান খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মনিরুল ইসলাম, সমাজকর্মী মেসবাহ উদ্দিন, রাশেদুল ইসলাম, সাবেক শিবির নেতা মো. কামরুজ্জামান সৈকত, বাকী বিল্লাহ, মো. নূরুল করিম ও মো. পিপলু।

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব বিএম নাজমুল হক যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যুবায়ের আহমেদ ভূঁইয়া, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম, আনোয়ার সাদাত টুটুল, এএফ ওবাইদুল্লাহ মামুন, শাহ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মো. লোকমান, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English