শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিএনপি ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৮৪ জন নিউজটি পড়েছেন
ওবায়দুল কাদের

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। তাদের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। জনগণ তাদের ভোট দেয় না বলে, সহিংসতা করে তারা এখন জনগণের জানমালের ক্ষতি করছে।

২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তান্ডব চালিয়েছিল, তার ১৮দিন পরে গত মঙ্গলবার বিএনপি বলছে ‘২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত।’ এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত।

তিনি বলেন, এ পরিকল্পনায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি ও তার দোসররা।

ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই। জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট। বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে।

তিনি বলেন, বিএনপি বলেছে কেউ লকডাউন মানছে না। কার্যকর হচ্ছে না। এখন আবার বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে। বিএনপির এমন দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে তাদেরকে জনগণ দূরে সরিয়ে দিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নীতি হচ্ছে সরকার যা করবে, ভালো মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তাই তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।

তিনি বলেন, করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা আমাদের নেই। পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরে ভয়াবহ করে তুলবে। এ দোষারোপের রাজনীতি থেকে এ মূহুর্তে বের হয়ে আসতে হবে। করোনা নিয়ে এখন কারও রাজনীতি করা সমীচীন নয়‌। বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আজ এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে, সেটাই জনগণের জন্য শুভ। বেগম খালেদা জিয়ার করেনা আক্রান্ত নিয়ে জনগণ শঙ্কায় আছে। কারন এ নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি শুরু করে। টেমস নদীর পাড়ে বসে বাংলাদেশের মানুষের চোখের ভাষা, মনের ভাষা বোঝা সম্ভব নয়।

বিএনপিকে অহেতুক সরকার বিরোধীতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English