শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

‘বিগ বসে’ মুখোমুখি হচ্ছে সুশান্তের দুই প্রেমিকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন
‘বিগ বসে’ মুখোমুখি হচ্ছে সুশান্তের দুই প্রেমিকা

মুম্বাইয়ে নিজের বাসা থেকে উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এরপর আলোচনায় আসে দুই প্রেমিকা রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। তবে তারা সরাসরি কখনও একে অপরের মুখোমুখি হয়নি।

তবে এবার তাদের মুখোমুখি করতে যাচ্ছে সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’। বলিউডে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
২০১০ সাল থেকে ২০১৬ পর্যন্ত অঙ্কিতার সঙ্গে প্রেম ছিল সুশান্তের। আর রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল ২০১৯ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু সুশান্তের আত্মহত্যার পর দুজনের জীবন নিয়েই কাটাছেঁড়া চলে। একদিকে সুশান্তর মৃত্যুর জন্য দায়ী করা হয় রিয়াকে। অন্যদিকে অভিনেতার মৃত্যুকে পুঁজি করায় আক্রমণের শিকার হন অঙ্কিতা।

অনলাইনে আক্রমণের শিকার এই দুই অভিনেত্রীই এখন পর্দায় এক জোট হতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
‘বিগ বস ১৫’ শুরু হবে অক্টোবরে। প্রতিযোগী তালিকায় রিয়ার নাম শোনা যাচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। কিন্তু তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা সে কথা জানা যায়নি। সম্প্রতি অনলাইনে পাওয়া তালিকায় অঙ্কিতার নাম দেখা গেছে।

শোনা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এখনো কোনও জবাব দেননি। তিনি যদি রাজি হন, তবে অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ‘বিগ বস’-এর ঘরে দেখা যাবে একসঙ্গে।

এই দুই তারকা ছাড়া তালিকায় নাম রয়েছে ‘কসৌটি জিন্দেগি কে’-খ্যাত অভিনেতা পার্থ সামথান ও ‘তারক মেহতা কা উল্টা চশমা’র অভিনেত্রী দিশা ভাখানির। গোবিন্দর ভাগনে ক্রুষ্ণা অভিষেকও অংশ নিতে পারেন ‘বিগ বস’-এ। ‘বিগ বস ১৪’-এর প্রতিযোগী গায়ক রাহুল বৈদ্যর বান্ধবী দিশা পরমার এবং ‘জামাই রাজা’র নায়িকা নিয়া শর্মাকেও প্রস্তাব দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English