দুঃসংবাদ দিয়ে নতুন বছর শুরু হচ্ছে বিটকয়েন বিনিয়োগকারীদের। নিরাপত্তা ঝুকি ও আইনী প্রতিবন্ধকতায় চাপের মুখে জনপ্রিয় এই ক্রিপ্টোকারেন্সি।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের গভর্নিং থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছেন, ‘সব (অর্থ) হারানোর জন্য প্রস্তুত হন।’
আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি জানি না কেন মানুষ সম্পদকে এমন অবস্থায় রাখে যেটাকে সম্পদ হিসেবে দেখা (প্রচলিত পদ্ধতিতে) যায় না।’
নিরাপত্তার বা ব্যক্তিগত গোপনীয়তার সার্থে অনেকে বিটকয়েনে বিনিয়োগ করেন, এমন ধারণা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের (প্রচলিত ব্যাংকিং) নিয়ম-নীতির মাধ্যমেই তো গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’