শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিদায়ের ঘণ্টা বাজছে, বিস্ফোরক বার্সা কোচ

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২২ মে, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন
বিদায়ের ঘণ্টা বাজছে, বিস্ফোরক বার্সা কোচ

বার্সেলোনার হেড কোচ রোনাল্ড কোম্যানের কি বিদায়ঘণ্টা বেজে গেছে? আপাতদৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। খোদ বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছেন, বড় পরিবর্তন আসছে। স্থানীয় গণমাধ্যমের খবর, সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে কোম্যানের স্থলাভিষিক্ত করতে আলোচনা চলছে ভেতরে ভেতরে।

কোম্যানের হাত ধরে চলতি মৌসুমে কোপা দেল রে’র শিরোপা জিতেছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর তাদের লা লিগা শিরোপার আশাও শেষ হয়ে গেছে এক রাউন্ড বাকি থাকতে।

এমতাবস্থায় ডাচ কোচও আন্দাজ করতে পারছেন, তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। লা লিগার শেষ রাউন্ডে শনিবার এইবারের মাঠে খেলবে বার্সেলোনা। তার আগের দিন সংবাদ সম্মেলনে রীতিমত ক্ষোভ ঝরে পড়লো কোম্যানের কণ্ঠে। বোর্ড ও গণমাধ্যমকে একহাত নিলেন বার্সা কোচ।

সার্বিক পরিস্থিতি নিয়ে কোম্যান বলেন, ‘ মৌসুমের শেষ মাসে কোচ ও খেলোয়াড়দের আরও বেশি সম্মান করা উচিত। সংবাদমাধ্যমে কিছু বিষয় প্রকাশ হয়েছে এবং এই ধরনের আচরণ তাদের প্রাপ্য নয়। বিষয়গুলো ভিন্নভাবে করা উচিত ছিল।’

গণমাধ্যমের ওপরও ক্ষোভ ঝাড়লেন বার্সা কোচ। তিনি বলেন, ‘জানি এখানে অনেক চাপ আছে এবং বিষয়টি আমি মেনে নিয়েছি। তবে কখনও কখনও আমার মনে হয়, এই দেশের গণমাধ্যম কোচের ভবিষ্যৎ নিয়ে মাথা ঘামাতে পছন্দ করে। এখানে এমন সংস্কৃতি আছে, যা অসম্মানজনক বলে আমি মনে করি।’

বোর্ড প্রেসিডেন্ট লাপোর্তার কথার ইঙ্গিত ধরে কোম্যান বলেন, ‘জানি ট্রফি জিততে আমাদের পরিবর্তন দরকার। এর মানে যদি নতুন কোচ বা খেলোয়াড় আনার দরকার হয় তাহলে ঠিক আছে, তবে এর জন্য যোগাযোগ বাড়াতে হবে।’

শেষটায় এসে কোম্যান স্বীকার করেই নিলেন, আগামী মৌসুমে মেসিদের কোচ থাকার ব্যাপারটি অনিশ্চিত। বার্সা কোচের ভাষ্য, ‘সত্যি বলতে, আমি জানি না (আগামী মৌসুমে) এখানে কোচ হিসেবে থাকব কিনা। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে আমি কথা বলিনি।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English