কোনো বৈধ ও ন্যায়পরায়ণ রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অন্যায়ভাবে বিদ্রোহ করা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ‘ব্যবস্থা নেওয়া হবে শুধু তাদের বিরুদ্ধে, যারা মানুষের ওপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (সুরা আশ-শুরা, আয়াত : ৪২)
মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা আমার কাছে ওহী প্রেরণ করেন যে তোমরা বিনয়ী হও, কেউ যেন কারো ওপর গর্ব না করে আর কেউ যেন কারো ওপর অন্যায়ভাবে বিদ্রোহ না করে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪২৫০)
রাসুলে কারিম (সা.) বলেন, ‘আত্মীয়তা ছিন্ন করা এবং অন্যায়ভাবে বিদ্রোহ করা এমন দুটি মারাত্মক অপরাধ, যার শাস্তি আখিরাতে নির্ধারিত থাকা সত্ত্বেও দুনিয়াতে দেওয়া হবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস : ৪২০১)