সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

বিনামূল্যে টিকা নিতে আগ্রহী ৮৪% মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১
  • ৩৪ জন নিউজটি পড়েছেন

করোনার টিকার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। এ গবেষণায় উঠে এসেছে, যদি বিনামূল্যে টিকা দেওয়া হয় তাহলে ৮৪% মানুষ টিকা নিতে আগ্রহী। বাকি ১৬% মানুষের মধ্যে টিকার প্রতি কোনো আগ্রহ নেই।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে অনলাইনে এক সভায় এই তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, ৩ হাজার ৫৬০ জন মানুষের ওপর চালানো গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তবে যে ৮৪% মানুষ ভ্যাকসিন নিতে আগ্রহী, তারা মধ্যে সবাই এই মুহূর্তে ভ্যাকসিন নিতে চায় না। ৩২% মানুষ এই মুহূর্তে ভ্যাকসিন নিতে আগ্রহী। আর বাকী ৫২% মানুষ এই মুহূর্তে নয়, দেখে শুনে দেরিতে ভ্যাকসিন নিতে চায়। ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এই মুহূর্তে সন্দেহ আছে ৫৫% মানুষের আর পাশ্বপ্রতিক্রিয়া নিয়ে সন্দেহ আছে ৩৪% মানুষের। বিনামূল্যে দিলে নিম্নবিত্তরা ভ্যাকসিন নিতে চায়। তবে উচ্চবিত্তদের মধ্যে টাকা দিয়ে ভ্যাকসিন নেয়ার আগ্রহ বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English