সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিনা মূল্যে ভ্যাকসিন দিতে​ হবে: জি এম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

প্রতিটি মানুষকে বিনা মূল্যে করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, দেশের হতদরিদ্র মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া হয়তো সম্ভব হবে না। তাই সবার জন্য বিনা মূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে, বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে হবে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম নেতাদের সঙ্গে আজ বুধবার দুপুরে জাপার বনানীর কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই উপনেতা বলেন, ভ্যাকসিনের ব্যাপারে দেশের মানুষকে পরিচ্ছন্ন ধারণা দিতে হবে। শীতের শুরুতেই ইউরোপ-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে করোনার প্রকোপ বাড়ছে। বাংলাদেশেও করোনার প্রকোপ বাড়ছে। কিন্তু করোনা মোকাবিলায় দৃশ্যমান প্রস্তুতি নেই। মানুষ করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যাপারে আস্থাশীল হতে চায়। সরকারকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সরকারের মন্ত্রীদের কারও নাম উল্লেখ না করে জি এম কাদের বলেন, মন্ত্রীরা বলছেন করোনা মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু ঢাকা শহরে টাকা খরচ করেও বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট মিলছে না। শ্বাসকষ্টে অক্সিজেন সহায়তা মিলছে না। বাবার চোখের সামনে সন্তান শ্বাসকষ্টে মারা যায় কিন্তু কিছুই করার থাকে না। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়, কিন্তু মানুষের জীবন বাঁচাতে দৃশ্যমান উদ্যোগ নেই।

এর আগে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের নেতারা জাপার চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ জরুরি বলে মন্তব্য করেন জি এম কাদের।

শিক্ষাব্যবস্থায় অটো প্রমোশন হতে পারে না
জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেন, যতই পদ্মা সেতু আর ফ্লাইওভার নির্মাণ করা হোক, শিক্ষার মানোন্নয়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। হুসেইন মুহম্মদ এরশাদই পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করেছিলেন। তিনি শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, শিক্ষাব্যবস্থায় অটো প্রমোশন কখনোই কাম্য হতে পারে না। লটারির মাধ্যমে ছাত্র ভর্তির প্রক্রিয়া সুফল বয়ে আনবে না।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি সাঈদুল হাসান, মহাসচিব রেহান উদ্দিন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English