রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

‘বিপজ্জনক তারকা’ আনুশকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪১ জন নিউজটি পড়েছেন

সাইবার জগতে কোথায়, কীভাবে বিপদ লুকিয়ে রয়েছে, তা কেউ বলতে পারে না। এই বিপদ তারকাদের সূত্র ধরেও আসতে পারে। এমন চমকপ্রদ তথ্যই উঠে এসেছে সাম্প্রতিক এক সমীক্ষায়। যেখানে আনুশকা শর্মাকে ‘বিপজ্জনক তারকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি রয়েছেন তালিকার চতুর্থে। এর আগে রয়েছেন তাবু ও তাপসী পান্নু।

সমীক্ষাটি করেছে সাইবার সুরক্ষা প্রদান করা সংস্থা ম্যাকাফি। আর তাদের এই সমীক্ষায় সবচেয়ে ওপরে নাম রয়েছে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দ্বিতীয় স্থানে রয়েছেন তাবু। তৃতীয় এবং চতুর্থ স্থানে তাপসী পান্নু ও আনুশকা শর্মা। ‘বিপজ্জনক তারকা’ তালিকায় সোনাক্ষী সিনহার নাম পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে সারা আলী খান। বলিউড বাদশা শাহরুখ খান রয়েছেন দশম স্থানে।

কেন এই তারকারা বিপজ্জনক? ভারতে সংস্থার দায়িত্বে থাকা ভেঙ্কট কৃষ্ণাপুর জানান, সাইবার অপরাধীরা সাধারণত জনপ্রিয় সিনেমা, টিভি শো, খেলার ভিডিও কিংবা তারকাদের ফাঁস হয়ে যাওয়া ভিডিওর সন্ধানে থাকেন। যখনই ভার্চুয়াল জগতের কোনো নাগরিক বিনামূল্যে এই সমস্ত তথ্য পাওয়ার চেষ্টা করেন তখনই নিজেদের সাইবার সুরক্ষাকে বিপদের মুখে ঠেলে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English