মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিমানবাহিনীর বহরে যুক্ত হলো অত্যাধুনিক সাত প্রশিক্ষণ বিমান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হলো চীনের তৈরি অত্যাধুনিক সাতটি কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমান। চীন সরকারের সঙ্গে ক্রয় চুক্তির আওতায় সম্প্রতি এই সাতটি বিমান কেনা হয়।

চীনের দেহং মাংসি থেকে বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব বৈমানিক সরাসরি সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে বৃহস্পতিবার চট্টগ্রামের বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে বিমানগুলো অবতরণ করান।

আইএসপিআর সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বিমানবাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। এরই ধারাবাহিকতায় চীনের তৈরি অত্যাধুনিক বিমানগুলো কেনা হয়।

এ মিশনের নেতৃত্বে ছিলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আবদুর রাজ্জাক। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর বাহিনীর রীতি অনুযায়ী সেখানে অভ্যর্থনা জানানো হয়।

এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমানবাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ ডব্লিউ প্রশিক্ষণ বিমানের সঙ্গে নতুন কেনা এই সাতটি বিমানের অন্তর্ভুক্তি বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সক্ষমতাও বহুলাংশে বৃদ্ধি করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English