শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন

বিমানের চেয়েও দামি ব্যাগ!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
বিমানের চেয়েও দামি ব্যাগ!

ব্যাগের আকৃতির কোনো নির্দিষ্টতা নেই। ক্রেতা আকর্ষণ বাড়াতে কোম্পানিগুলো নানান আকৃতির ব্যাগ তৈরি করে থাকেন। কখনো কখনো নিশ্চয় কুকুর কিংবা বিড়াল আকৃতির ব্যাগও দেখেছেন। এগুলো আসলে পোষ্যপ্রিয় মানুষদের বাড়তি আকর্ষণ পেতেই তৈরি করা হয়। তবে এবার শীর্ষ ফরাসি ফ্যাশন হাউসের অন্যতম লুই ভিটনের একটি ব্যাগ নিয়ে অনলাইনে চলছে তুমুল রসিকতা আর বিতর্ক। ব্যাগটির নকশা করেছেন লুই ভিটনের মেনসওয়্যার কালেকশনের শিল্প পরিচালক ভার্জিল আবলোহ। বিমান আকৃতির এই ব্যাগটির দাম ধরা হয়েছে একক ইঞ্জিনচালিত একটি প্রকৃত বিমানের চেয়েও বেশি!

ভার্জিল আবলোহর বিশেষত্ব হলো তিনি যা কিছুই নকশা করেন, তার পিছনে ব্যক্তিগত দর্শন ও ভাবনাকে এক করে ফেলেন। ফলে মাঝেমাঝেই এসব ভাবনা উদ্ভট নকশার খোরাক জোগায়। আবলোহর নকশাকৃত পণ্যও প্রায়শই সমালোচক এবং ফ্যাশন অনুরাগীদের বিভক্ত করে ফেলে। গত জানুয়ারিতে পুরুষদের জন্য উইন্টার কালেকশন প্রকাশ করে লুই ভিটন। বিখ্যাত স্থাপত্য এবং জনপ্রিয় সব ল্যান্ডমার্কের অনুকরণে সেসব পোশাকের নকশা করা হয়। কিন্তু সব ছাপিয়ে নেটিজেনদের আকর্ষণ কেড়ে নিয়েছে এই কালেকশনের একটি ব্যাগ। এর মূল কারণ বিমান আকৃতির ব্যাগটির গায়ে সেঁটে দেয়া হয়েছে ৩৯ হাজার ডলারের ‘প্রাইস ট্যাগ’।

পাখা, চাকা, ইঞ্জিন-সব মিলিয়ে ‘কিপল’ নামের এই ব্যাগটি দেখতে একেবারেই যেন খুদে বিমান। শুধু বাড়তি হিসেবে লুই ভিটনের অন্য সব পণ্যের মত এর গা জুড়েও প্রতিষ্ঠানটির মনোগ্রাম। আবলোহ’র এই বিমান সদৃশ হ্যান্ডব্যাগের ছবিগুলো কয়েক মাস ধরে অনলাইনে প্রকাশিত হয়ে থাকলেও ভাইরাল হয়েছে সম্প্রতি। যেখানে আমেরিকান ই-কমার্স সাইট ইবে-তে একটি সিঙ্গেল ইঞ্জিনের তৈরি সেসনা বিমানের মূল্যমান ৩২ হাজার ৩০০ ডলার। সেখানে এই ব্যাগের দাম এর প্রায় ৬ হাজার ডলার বেশি! মূল্যকে কেন্দ্র করেই শুরু হয় আলোচনা- সমালোচনার ঝড়।

ভালেস্কা নামক একজন টুইটারে টিপ্পনীর সুরে লিখেছেন, ‘আপনি তো এর চেয়ে কম মূল্যে একটি সত্যিকারের বিমান কিনে ফেলতে পারবেন’। লুই ভিটনের কিপল হ্যান্ডব্যাগটি শুধুই ফ্যাশনের উদ্দেশ্যে তৈরী নাকি প্রকৃতই এর ভিতর জিনিসপত্র পুরে একে সাধারণ ব্যাগের মত কাজে লাগানো যাবে সেটি এখনো স্পষ্ট নয়! ব্যাগটির ডিজাইনার নিজেও এ নিয়ে কোন বক্তব্য দেন নি। তবে অনেকেই ধারণা করছেন, ভার্জিল আবলোহ’র ‘পর্যটক বনাম শুদ্ধবাদী’ দর্শনের পরিণাম এই নকশা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English