রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ছাড়াল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ কোটি ৪০ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী এ মহামারিতে মারা গেছেন ২৪ লাখ ২৭ হাজারের বেশি মানুষ।

করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা রোগীর সংখ্যা ১১ কোটি ৪০ হাজার ৭০৫ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ২৯ হাজার ৯৮৭ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৮ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন।

করোনায় আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English