শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বিয়েবহির্ভূত প্রেম কি জায়েজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

আরবি শব্দ মোহাব্বাত অর্থÑ ‘ভালোবাসা’ যা মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থার নাম, মূলত এটি একটি আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। চার বর্ণের ছোট্ট শব্দটি অপবিত্র তখনই হয় যখন হারাম দিয়ে হয় এর শুরু। হারাম সম্পর্ক শয়তানের মরীচিকা, যা মানুষের বিচার বিবেচনা বোধ নষ্ট করে, এর শুরু মিষ্টি এবং শেষটা তিক্ত-বিষাক্ত। ইমাম ইবনে তাইমিয়াহ রহ: বলেন, ‘ভালোবাসা এক প্রকার মানসিক ব্যাধি, যখন এ রোগ প্রকট আকার ধারণ করে তখন শরীরকেও তা প্রভাবিত করে।’
বিয়েবহির্ভূত প্রেম কি জায়েজ : আমরা অনেকেই প্রথম ধাপ হিসেবে মনে করি দূরত্ব বজায় রেখে সম্পর্ক গড়া জায়েজ, যেটাকে বলা হয় স্বাভাবিক যোগাযোগ এবং দ্বিতীয় ধাপ হিসেবে মানসিকভাবে নির্দিষ্ট কারো সাথে সম্পর্কে থেকে তাকে বিয়ের জন্য নিয়ত করাকেও সরলভাবেই আমরা জায়েজ মনে করে থাকি। কিন্তু এ সম্পর্কে হাদিসের কী বর্ণনা, চলুন জানা যাক। হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিতÑ রাসূল সা: বলেন, ‘চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিভের ব্যভিচার হলো তার সাথে কথা বলা’ (বুখারি-৬২৪৩)। যেখানে দেখা ও কথা বলা ব্যভিচার সেখানে সম্পর্ক গড়ে অদূর ভবিষ্যতের জন্য বিয়ের নিয়তে প্রতি সেকেন্ডে যে হারাম অনুভূতির দূষিত গোনাহগুলো আমলনামায় জমা হচ্ছে মৃত্যুর পর তার ভার বহন করা কোনো মানুষের পক্ষে আদৌ কি সম্ভব হবে?
অশ্লীলতায় পরিপূর্ণ এ প্রজন্মের নিষ্পাপ হৃদয়গুলোতে জাহেলিয়াতি বীজে তৈরি হচ্ছে কালো রেখাসম্পন্ন এক জাতি। ‘প্রেম’ নামের নীলনকশায় আর্ট করা বিয়েবহির্ভূত এ ইবলিশি পন্থা মূলত পাশ্চাত্য সংস্কৃতির উত্তাল সাগরের ঢেউয়ের মতো সমাজে বহমান রয়েছে যা সম্পূর্ণরূপে অবৈধ ও হারাম। আল্লøাহ বলেন, ‘স্বাধীনভাবে লালসা পূরণ, কিংবা গোপনে লুকিয়ে প্রেম করবে না’ (সূরা মায়িদা-৫)। এর পরও কি হারামকে হালাল বলার সুযোগ আছে?
প্রেমের বিয়ের পরিণাম : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, ২০২০ সালের পাঁচ মাসের পরিসংখ্যান অনুযায়ী ঢাকায় সংসার ভেঙেছে ৫ হাজার ৯৭০টি। বিবিএসের দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকসের ফলাফলে দেখা গেছে, গত বছর ১৫ বছরের বেশি বয়সী প্রতি এক হাজার নারী-পুরুষের মধ্যে গড়ে এক দশমিক চারটি তালাকের ঘটনা ঘটে, ২০১৬ সালে যা ছিল এক দশমিক পাঁচটি। বিয়ে-বিচ্ছেদের কারণ পরকীয়া, বিভিন্ন কারণে মনোমালিন্য ছাড়াও মূলত বিয়ের আগে হারাম সম্পর্কের কারণে বিয়ে-পরবর্তী পবিত্র জীবনে তৃপ্তি পাওয়া যায় না।
তরুণ প্রজন্ম যদি বুঝতে পারত পবিত্র থাকার প্রশান্তি এবং তাৎপর্য কতটুকু তবে তারা হারামের ধারেও যেত না। বাবা-মায়ের মধ্যে তালাক হলে সন্তানরা অস্থিরতার মধ্যে বড় হয়, যার প্রভাব বইতে হয় সারা জীবন। বেগানা নারী ও পুরুষের মাঝে যোগাযোগ ও আকর্ষণ সৃষ্টি করে দেয় শয়তান, যার ফলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতে থাকে তাকে পেলেই সে সুখী হতে পারবে, কিন্তু শয়তানের ওয়াদায় বিশ্বাস করা চরম বোকামি। আল্লøাহ সুবহানাহু তায়ালা বলেন, ‘সে (শয়তান) প্রতিশ্রুতি দেয় এবং মানুষের মনে মিথ্যা বাসনার সৃষ্টি করে। আসলে শয়তান তাদের যে ওয়াদা দেয় তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়’ (সূরা আন নিসা, আয়াত-১২০)।
অন্তর মরে গেলে রবের ভয় চলে যায়, আহ! কী অসহায় সে বান্দা, গোনাহ করার আগে যার অন্তর রবের ভয়ে কেঁপে ওঠে না।
উল্লেøখযোগ্য কোনো কাজ নেই তবুও আমরা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এসব ব্যস্ততার ভিড়ে খেয়াল করি না যে, আমরা যখন অজান্তে বা ইচ্ছাকৃত ভুল করি তখন রব্বে কারিম আমাদের সাথে সাথেই শাস্তি দেন না বরং অপেক্ষা করেন তাঁর নিকট প্রত্যাবর্তনের, সুবাহান আল্লাহ। সৃষ্টিকর্তা অপেক্ষা করেন বান্দা কখন তওবা করে ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু তায়ালা বান্দার জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ চান বান্দা নিজেকে হিফাজত করে আধুনিক জাহেলিয়াতের ফেতনার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের যোগ্যতা অর্জন করবে, বাস্তবতা অনুকূলে থাকবে সবসময়; যদি নিজেকে সম্পূর্ণভাবে রব্বে কারিমের কাছে সমর্পণ করা যায় তবে।
মূল কথা, হৃদয় যখন আল্লাহর কালামের স্বাদ গ্রহণ ও আল্লøাহর স্মরণ থেকে হয় শূন্য; প্রীতি ব্যাধি, গান শোনা সে জায়গা করে পূর্ণ।
আল্লাহ আমাদের হৃদয়জাত ব্যাধি থেকে হিফাজত করুন এবং শৈল্পিক সৌন্দর্যের হালাল অনুভূতির অপেক্ষায় সবর করার তাওফিক দিন!

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English