মহামারির সময়ে মেয়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।
আরব আমিরাতের একটি পরিবার এই সার্টিফিকেট বাধ্যতামূলক করে।
গালফ টুডের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে রাস আল-খাইমাহের মামৌরা অঞ্চলে নববধূদের বাড়িতে এই বিবাহের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে অংশ নেয়া সবাইকে করোনা টেস্ট করতে হয়েছে এবং ফলাফল নেগেটিভ তা নিশ্চিত করেই তাদেরকে অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়েছে। তবে এত নিয়ম মেনে শেষ পর্যন্ত মাত্র ২৫ জন অতিথি উপস্থিত থাকতে পেরেছিলেন।
কনের পিতা ডা. জুমা হাসান আল-মুল্লা আল-মনসুরি বলেছেন, ‘সরকারের আদেশের অনুসরণ করে বিবাহের জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা করা হয়েছে তা হলো অতিথিদের নিরাপত্তা রক্ষা করা।’