বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে ৫৭ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
চাঁপাই থেকে ট্রেনে ৫৯২ টাকায় গরু আসছে ঢাকায়

সারা দেশে আগামী ১৫ জুলাই থেকে ৫৭টি ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে ৩৮টি আন্তনগর এবং ১৯টি কমিউটার/মেইল ট্রেন রয়েছে।

এসব ট্রেনের টিকেট আজ মঙ্গলবার বিকেল থেকে অনলাইনে কাটা যাবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম।

ট্রেনের তালিকা

তিনি জানান, এসব ট্রেনের মধ্যে কমিউটার ট্রেনগুলোর টিকেট কাউন্টারে এবং বাকিগুলোর টিকেট অনলাইনে বা রেল এ্যাপসের মাধ্যেম কাটা যাবে। ট্রেনগুলো ১৫ জুলাই থেকে ২২ জুলাই (২৩ জুলাই ভোর ৬ পর্যন্ত) চলাচল করবে। স্বাস্থ্য বিধি মেনে দু। সিটে এক যাত্রী নিয়ে ট্রেনগুলো চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মোটামুটি লকডাউনের আগে যেসব গন্তব্যের ট্রেন চলাচল করেচে এবারেও সেগুলো চলবে বলে রেলসুত্র জানিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English