বেনাপোল আমড়াখালী চেকপোস্টে বৃহস্পতিবার সকালে বিজিবি সদস্যরা একটি বাসে তল্লাশি করে ১৩টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে।
আশিকুর রহমান ঝিকরগাছা উপজেলার দেউলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।
৪৯ বিজিবি আমড়াখালী চেকপোস্টের দায়িত্বরত সুবেদার শাহিন আলম বলেন, গোপন খবরে যশোর থেকে বেনাপোল মুখী একটি লোকাল বাসে তল্লাশি করে এক কেজি ৪৭০গ্রাম (১৩ পিছ) স্বর্ণসহ আশিক নামে ওই চোরাচালানকারীকে আটক করা হয়। তিনি স্বর্ণগুলো ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা স্বর্ণের মূল্য এক কোটি নয় লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, পাচারকারীকে স্বর্ণসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।