সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৭ পাকিস্তানি সেনা সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সাত সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে এই নিহতের ঘটনা ঘটে। হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের মাঝে সাত সৈন্য নিহত হয়েছে বলে রবিবার এক বিবৃতিতে জানায় পাকিস্তান সেনাবাহিনী। যদিও কোনো গোষ্ঠীই এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশে একটি চেক পয়েন্টের কাছে এ ঘটনা ঘটে। সেনাদের একটি কনভয় সেখান দিয়ে যাওয়ার সময় জঙ্গিরা হামলা চালায়। পাকিস্তান প্যারামিলিটারি ট্রুপের সেনারা ছিলেন ঘটনাস্থলে। তাঁরা পাল্টা জবাব দিলেও বিচ্ছিন্নতাবাদীরা পালিয়ে যায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কেউ পালাতে পারবে না। আক্রমণকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর টুইট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতবাদী আন্দোলন চালাচ্ছে একাধিক জঙ্গিগোষ্ঠী। দীর্ঘদিন ধরেই পাকিস্তান দাবি করছে, ভারতের মদদে ওই গোষ্ঠীগুলো জঙ্গি কাজকর্ম চালাচ্ছে। বেলুচিস্তানের এই অংশ খুবই পিছিয়ে পড়া। উন্নয়নের কোনো কাজই হয়নি। কয়লা এবং আকরিক লোহায় ঠাসা এই অঞ্চলে চীন অনেক দিন ধরেই ব্যবসা করছে। পাকিস্তানও চীনকে আহ্বান করেছে বিদেশি বিনিয়োগের জন্য। ওই বিনিয়োগে ধাক্কা দিতেই ভারত নিয়মিত সেখানে অশান্তি চালিয়ে যাচ্ছে বলে পাকিস্তানের সরকারের অভিযোগ। ভারত অবশ্য এর কোনো জবাব দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English