শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বোল্ড ফটোশুটে আগুন ছড়ালেন রাইমা সেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫১ জন নিউজটি পড়েছেন
রাইমা সেনের ছবিতে উত্তাল নেটদুনিয়া

‘আপনাকে যেন কার মতো দেখতে! স্মার্ট উত্তর মুনমুন সেন আমার মা আফটার অল!’ বহু যুগ আগে বিজ্ঞাপনে নজর কেড়েছিলেন বঙ্গললনা রাইমা সেন । তার চোখের চাউনির সঙ্গে মহানায়িকার মিল। হাসিতে ঠিক যেন মা অভিনেত্রী মুনমুন সেন।

সব মিলিয়ে সেন বাড়ির একেবারে যোগ্য উত্তরসূরি রাইমা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে শক্ত জমি তৈরি করেছেন নিজের ট্যালেন্টে। একের পর এক ছবিতে তিনি প্রমাণ করেছেন, তাঁর রক্তে বইছে অভিনয়। তাই তো রাইমা এখন টলিপাড়ার বেশ ব্যস্ত নায়িকা। বলিউডেও তাঁর যাওয়া-আসা বেশ নিয়মিত। এহেন নায়িকা যে দর্শকদের নয়নের মণি হবেন তা নিয়ে কোনও প্রশ্নই ওঠে না! আর এই নয়নের মণিই এবার এক ছবিতেই আগুন ছড়াচ্ছেন নেটপাড়ায়।

রাইমাকে নিয়ে এই গৌরচন্দ্রিকার কারণ হল এক ফটোশুট। যে ফটোশুট দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে উষ্ণতার আগুন। অনুরাগীদের হাজার হাজার মন্তব্যে উপচে পড়ছে রাইমার ইনস্টগ্রাম। ছবি দেখে সবারই এককথা, রাইমা তো নয়, যেন আগুন!

ছবিতে দেখা গিয়েছে, গাঢ় নীল ডিপনেক পোশাকে চেয়ারের উপর বসে আছেন রাইমা। পোশাক এতটাই খোলামেলা যে রাইমার ক্লিভেজ একেবারে স্পষ্ট হয়ে উঠেছে। খোলা চুলে মায়াবী চাউনিতে ক্যামেরায় চোখ রেখেছেন রাইমা। অভিনেত্রীর এই উষ্ণ দৃষ্টিতেই কুপোকাত নেটিজেন। ছবির ক্যাপশনে রাইমা জানিয়েছেন বিশেষ এই ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন তথাগত ঘোষ । তিনিই স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন অমিত কারক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English