এবারের আইপিএলের শুরু থেকেই দারুণ খেলছেন জনি বেয়ারস্টো। আগেই দুটো ফিফটি করে ফেলেছেন। গতকাল ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তবে তার ওপর ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ।
আগে ব্যাট করা হায়দারাবাদ ৬ উইকেটে ২০১ রান করে। উদ্বোধনী জুটিতে বেয়ারস্টো ও ওয়ার্নার ১৬০ রান করেন। ওয়ার্নার ৫২ রান ও বেয়ারস্টো ৫৫ বলে ৯৭ রান করেন। পরে ব্যাটসম্যানরা আর তেমন কিছু করতে পারেননি।
জবাব দিতে নেমে নিকোলাস পুরান ৭৭ রান করে একাই লড়াই করেন। রশীদ খান নিয়েছেন ৩ উইকেট। পাঞ্জাব ১৩২ রানে অলআউট হয়।
সংক্ষিপ্ত স্কোর: সানরাইজার্স হায়দারাবাদ: ২০ ওভারে ২০১/৬ (বেয়ারস্টো ৯৭, ওয়ার্নার ৫২; রবি বিষ্ণয় ৩/২৯, আরশদিপ ২/৩৩)।
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৬.৫ ওভারে ১৩২/১০ (পুরান ৭৭; রশীদ ৩/১২, খলিল ২/২৪, নটরাজন ২/২৪)।