শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
বোমা হামলায় আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ

বোমা হামলায় আহত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। বৃহস্পতিবার সন্ধ্যায় মালেতে তার বাড়ির বাইরে এ ঘটনা ঘটে। তবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

নাশিদ এডিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল। তিনি শার্পনেলের আঘাতে আহত হন। হামলার সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। এতে নাশিদসহ আরো দু’জন আহত হন।
বোমাটি মোটরবাইকে রাখা ছিলো।

মালদ্বীপের মন্ত্রী আহমেদ মালুফ বলেন, বৃহস্পতিবার রাতে মোহাম্মদ নাশিদ বাড়ি থেকে বেরিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। সেই সময় পাশের মোটরবাইকে বিস্ফোরণটি ঘটে। এটি নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। হামলার ঘটনায় আমরা উদ্বিগ্ন। সরকার হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে।
মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে গণমাধ্যমকে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English