ব্রাজিলে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই করোনার মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৭৪ জন এবং মারা গেছে আরো ১ হাজার ৫৯৫ জন। এর ফলে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখেরও বেশি এবং মৃতের সংখ্যা হয়েছে ৯০ হাজার ১৩৪ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরের ব্রাজিলের অবস্থান। করোনায় দেশের অবস্থা নাজেহাল হলেও এই ভাইরাসকে ‘সামান্য ফ্লু’র সঙ্গে তুলনা করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।
এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনার সংক্রমণ এখনো শীর্ষবিন্দুতে পৌঁছায়নি এবং তা ক্রমশ দেশটির প্রত্যন্ত অঞ্চল ও আদিবাসীদের মধ্যে ছড়াচ্ছে ।