শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই হত্যার অভিযোগে দুইজন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই নিহতের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৪০) ও একই গ্রামের মোসা মিয়ার ছেলে ইসমাইল (২০)। মামলার প্রধান আসামী মামুন সহ ৩ জন পলাতক রয়েছে।

এরআগে সদর থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় ৫ জনকে আসামী করা হয়েছে। ওই পাঁচ আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সাদা পোশাকে সদর উপজেলার চান্দপুর ব্রীজের কাছে আসামি ধরতে গিয়ে সদর থানার পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নিহত হন। এতে আহত হয় এএস আই মনির শংকর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English