বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

টিকে থাকার লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। সাকিবের উপস্থিতিতে দল পরিপূর্ণতাও পায়।

কিন্তু কোনো পূর্ণতাই কাজে লাগেনি নিউজিল্যান্ডের সামনে।

ক্রাইস্টচার্চে টসে হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বিরের বদলে দলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।

আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

সে হিসেবে বাংলাদেশি বোলারদের সাফল্য কেবল দুটি উইকেট। ওপেনার ফিন অ্যালেনকে ১৮ বলে ১৬ রানে ফেরান পেসার শরীফুল ইসলাম। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনকে আউট করেন তাসকিন। উইলিয়াসনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩০ রান।

রোববার ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই ১০ রান করল নিউ জিল্যান্ড।

ওপেনিং জুটিতে ২৪ রান জমা করে ফেলেন তারা।  অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয়েছেন পেসার শরিফুল ইসলাম।

৩য় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোসাদ্দেকের হাতে ধরা পড়েছেন ফিন অ্যালেন। ১৮ বলে ১৪ রানে ফিরলেন এ ওপেনার।

আজ দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়ে। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কিউই ওপেনার। যেখানে ৭টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে।

শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপ। তার ব্যাট ছুঁয়ে এসেছে ৮ বলে ১৭ রানের কেমিও ইনিংস খেলেছেন গ্লেন।  যেখানে দুটি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English