রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

‘ভদ্রলোকের পক্ষে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়েছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুন​র্নির্বাচনের দাবি জানিয়েছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মীর আবদুস সবুর আসুদ। তিনি বলেন, ‘সাধারণ ভোটার দূরের কথা, আমাদের কোনো এজেন্টকেও ভোট দিতে দেয়নি সরকার-সমর্থক সন্ত্রাসী কিশোর গ্যাংরা। এরা সরকারি দলের প্রশ্রয়ে প্রতিটি কেন্দ্র দখল করে রেখেছিল।’ তিনি আরও বলেন, ‘বর্তমান পরিবেশে কোনো সভ্য ও ভদ্রলোকের পক্ষে নির্বাচন করা অসম্ভব হয়ে পড়েছে।’

আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লাঙল প্রতীকের প্রার্থী ও জাপার প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর নির্বাচন প্রত্যাখ্যান করে এ কথা বলেন।

মীর আবদুস সবুর বলেন, ‘১৭ অক্টোবর ঢাকা-৫ আসনে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। ভোট কেন্দ্রে আমাদের কোনো পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। যাঁরা ঢুকেছিল তাদের বের করে দেওয়া হয়েছে। সরকারি প্রশ্রয়ে প্রতিটি কেন্দ্র দখল করে রেখেছিল কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখেও কোনো ভূমিকা নেয়নি।নির্বাচনের দিন আমাদের কর্মীদের জীবন ছিল হুমকির মুখে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাপার এই প্রার্থী মীর আবদুস সবুর নির্বাচনে নিজের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ নির্বাচন বাতিল চেয়ে জাপার প্রার্থী বলেন, ‘আমি লিখিতভাবে অভিযোগ করেছি। নির্বাচন চলাকালীন সময়েও বিভিন্ন অনিয়ম ও সরকার সমর্থকদের নির্বাচনী প্রচারণার বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কমিশন কর্ণপাত করেনি। অথচ ইসি বলছে কোনো অভিযোগ পায়নি। উল্টো সিইসি বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচার।’

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, ফখরুল আহসান, শাহ আলম তালুকদারসহ জাপার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English