শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

ভবনে মিথেন গ্যাসের গন্ধ, নাশকতা মনে করছেন না আইজিপি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন
ভবনে মিথেন গ্যাসের গন্ধ, নাশকতা মনে করছেন না আইজিপি

মগবাজারের এই বিস্ফোরণ নাশকতামূলক কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে। এখনো ভবনের ভেতরে মিথেন গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে। সঠিক তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করা হবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, বড় ধরনের একটা শক ওয়েভ তৈরি হয়েছিল। যার ফলে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। নাশকতা হলে চতুর্মুখী বিস্ফোরণ হতো।

বেনজীর আহমেদ বলেন, `বোম ও এক্সপ্লোশন ইউনিট নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আমরা সবগুলো বিষয় মাথায় রেখে তদন্ত করব।’

এ ধরনের বিস্ফোরণ আরো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, `নারায়ণগঞ্জে এ ধরনের বিস্ফোরণ হয়েছিল। আরও কিছু বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। গ্যাসের জিনিস ঠিকমতো ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটতে পারে। একটা গ্যাস সিলিন্ডার হয়ে উঠতে পারে ভয়ানক বোমা।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English