শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ভাইকে খুনের অভিযোগে নায়িকা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৭৯ জন নিউজটি পড়েছেন
ভাইকে খুনের অভিযোগে নায়িকা গ্রেপ্তার

প্রেমের সম্পর্কে বাঁধা দেয়ায় নিজ ভাইকে টুকরো টুকরো করে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্নড় সিনেমার জনপ্রিয় নায়িকা শানায়া কাটওয়ে। তার ভাই রাকেশ কাটওয়েকে (৩২) হত্যার প্রমাণ হাতে আসার পরই নায়িকাকে আটক করে হুব্বাল্লি গ্রামীণ পুলিশ। আপতত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এই কন্নড় অভিনেত্রী।

জানা যায়, ধারওয়াড় জেলা পুলিশের তরফে এই মামলার চার সন্দেহভাজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- তৌসিফ চন্নপুর (২১), আমান গিরানিওয়াল (১৯), আলতাফ মোল্লা (২৪ ) এবং নিয়াজাহমেদ কাটিগর (২১)। তাদের জেরা করেই এই হত্যার পেছনে শানায়ার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্ত নিয়াজাহমেদ কাটিগরের (২১) সঙ্গে শানায়ার প্রেমের সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্ক নিয়েই আপত্তি জানিয়েছিল তার ভাই। সেই জেরেই প্রেমিকার সঙ্গে মিলে রাকেশ কাটওয়েকে হত্যার চক্রান্ত করেন নিয়াজাহমেদ।

পরিকল্পনা মতো রাকেশকে তার বাড়িতেই খুন করা হয়। ঘটনার সময় বাড়িতেই ছিলেন শানায়া। নিয়াজাহমেদ এবং বাকি তিন অভিযুক্ত রাকেশের মৃতদেহের অংশগুলো পৃথকভাবে দেবরগুদিহালের বনাঞ্চলে, গাদাগ রোড ও হুবলির অন্যান্য অঞ্চলে ফেলে দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English