সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ভারতকে কম্বল দিতে চেয়ে হাইকমিশনে জাফরুল্লাহর চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

ভারতের দিল্লিতে শীতার্ত মানুষকে কম্বল দিতে চেয়ে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী। হাইকমিশনারের সুবিধাজনক সময়ে এসব কম্বল গ্রহণের জন্য চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম ঢাকায় ভারতীয় হাইকমিশন কার্যালয়ে জাফরুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে এ চিঠি দেন।

চিঠিতে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বরাবর জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি দাতব্য ট্রাস্ট, যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়। এটা বাংলাদেশের ফিল্ড হাসপাতাল নামে পরিচিত ছিল।

হাসপাতালটি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বিশ্রামগঞ্জের মেলাঘরে অবস্থিত ছিল।

মুক্তিযুদ্ধের সময়ে ভারতের অবদানের কথা উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, নয়াদিল্লিতে বর্তমানে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। এতে ৩৭ জন কৃষক মারা গেছেন। স্বাধীনতাযুদ্ধে সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্ত কৃষকদের জন্য বাংলাদেশের তাঁতিদের হাতে তৈরি দুই হাজার কম্বল দিতে চান তিনি।

কম্বল গ্রহণের জন্য ৩০ ডিসেম্বর অথবা হাইকমিশনারের সুবিধাজনক কোনো সময় চেয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English