রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৬৩ জন নিউজটি পড়েছেন
ভারতকে রেমডেসিভির দিচ্ছে বাংলাদেশ

করোনা (কোভিড-১৯) মহামারি মোকাবিলায় ভারতকে সহায়তায় এগিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশও প্রতিবেশী দেশটির পাশে দাঁড়াল।দেশটির মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। এর মধ্যে রেমডেসিভিরও রয়েছে।

ভারতে এখন রেমডেসিভিরের ব্যাপক সংকট। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

২৯ এপ্রিল বাংলাদেশ সরকার এই ঘোষণা দেয়। জরুরি ওষুধ পাঠানোর এ ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানান, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English