ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের মনে হয়েছে ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পন্ত অনৈতিক সুবিধা নিচ্ছেন। সেজন্যই তার ওপর চড়াও হন তিনি।
চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকালে শনিবার ৮৭তম ওভারে দেখা যায় ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ঋষভ পন্থকে উত্তপ্ত বাক্যে কিছু বলছেন। তারপরই ব্যাটিং গার্ড নিতে অস্বীকার করেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান পন্থ।
চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে শনিবার পন্থের সঙ্গে স্টোকসের কী হয়েছে তা অবশ্য দূর থেকে সেভাবে বুঝা যায়নি। পরে ধারাভাষ্য দেওয়ার সময় বিষয়টি খোলাসা করেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
তিনি জানান, দিনের আলো শেষ হয়ে আসায় পন্থ ব্যাট করতে চাইছিলেন না। তিনি চাইছিলেন খেলা দ্রুত শেষ করতে। অন্যদিকে ইংল্যান্ডের পরিকল্পনা ছিল নতুন বলে আক্রমণ করার।
ইচ্ছাকৃতভাবে খেলা বিলম্ব করার জন্য পন্থ বারবারই ওভারের মাঝখানে অক্ষর প্যাটেলের সঙ্গে আলোচনা করতে আসছিলেন। এতে অধৈর্য হয়ে পড়েন ইংলিশ ক্রিকেটাররা। শেষ পর্যন্ত বেন স্টোকস মাথা গরম করে দু’একটি কথা শুনিয়ে দেন তরুণ উইকেটকিপারকে।
পন্থের এ অনৈতিক কৌশল অবশ্য খাটেনি। আম্পায়াররা অতিরিক্ত সময়ের বাইরেও খেলা চালিয়ে যান।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩০০ রান। ৩৩ রানে অপরাজিত ঋষভ পন্থ।