রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

ভারতে করোনায় আরও ৫৭৮ প্রাণহানি, শনাক্ত ৫০ হাজার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৯ জন নিউজটি পড়েছেন

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ১২৯ জন। এ সময়ের মধ্যে ৫৭৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ এবং মৃত্যু ১ লাখ ১৮ হাজার ৫৩৪।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭৭ জন সুস্থসহ ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।

গত ২৪ ঘণ্টায় ভারতজুড়ে কোভিড টেস্ট হয়েছে ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের তালিকায় শুরু থেকে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৫ হাজার ৩১৭। সব মিলিয়ে ট্রাম্পের দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ৭৬ হাজার ৬৯-এ।

অন্যদিকে ভারতের পরই ওই তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৮০ হাজার ৬৩৫। দৈনিক সংক্রমণ হয়েছে ২৬ হাজার ৯৭৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English