শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ভারতে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়িয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ৪৬ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাস কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতে। দেশটিতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা সাড়ে ৪০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৯ লাখ। টানা ৮ দিন ধরে প্রতিদিন শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি রোগী। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ২৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৯০৪ জনের।

এ নিয়ে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৬৯৯ জন।

আক্রান্তের সংখ্যা বাড়লেও, ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। এখন পর্যন্ত মোট ১৩ লাখ ২৮ হাজার ৩৩৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের প্রায় ৬৭ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ হাজার ১২১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৪৭৬ জন। তারপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি ও উত্তরপ্রদেশ।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমণের হার ৮.৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৯৪৯ জনের। এক দিনে এত সংখ্যক মানুষের টেস্ট করোনাকালে এর আগে হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English