ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ৮৩ হাজার ৩৪১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯৬ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮ হাজার ৪৭২ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৯ লাখ ৩৬ হাজার ৭৪৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছে উঠেছেন ৩০ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ।
সর্বোচ্চ করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে অবস্থানে করছে ভারত। এ তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় ব্রাজিল।