বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোগী শনাক্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৮৬ হাজার ৮৩২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা হলো ৪০ লাখ ২৩ হাজারের বেশি।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৫৬১ জনে। ভারতে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে এই সংখ্যা কোথায় গিয়ে থামবে তা বলা যাচ্ছে না।
আক্রান্তের দিক থেকে দেশটির ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৩ লাখের বেশি। এর পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল, যেখান শনাক্ত রোগী ৪১ লাখের মতো। করোনায় মৃতের সংখ্যায়ও এই দেশ দুটিই শীর্ষে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ লাখ ৮৭ হাজার ৭৭৭ জন। আর ব্রাজিলে মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ৫০২ জনের। শনাক্ত রোগীর সংখ্যার মতোই মৃতের সংখ্যায়ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত (৬৯ হাজার ৫৬১)।
ভারতে লকডাউন শিথিলের পর থেকে প্রতিদিন গড়ে ৮০ হাজার করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে। মৃত্যুর সংখ্যাও দিনে হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা ১০৮৯।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬৬ লাখ ৫৪ হাজার ৩৪৪। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭৫ হাজার ৪০০।