শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ভাসানচরে রোহিঙ্গাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩১ মে, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
অনির্দিষ্টকাল রোহিঙ্গাদের বোঝা বহন সম্ভব নয়

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) একটি প্রতিনিধি দল নোয়াখালীর ভাসানচর পরিদর্শন করেছে। এ সময় রেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন রোহিঙ্গারা। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনএইচসিআরের প্রতিনিধি দলটি সেখানে যায়। তখন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন রোহিঙ্গারা।

ঘটনার সতত্যা নিশ্চিত করে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, বিভিন্ন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। সোমবার সকালে প্রথমবারের মতো ভাসানচরে পৌঁছান ইউএনএইচসিআরের কার্যক্রম পরিচালনা বিষয়ক সহকারী হাইকমিশনার রাউফ মাজাও এবং সুরক্ষাবিষয়ক সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস। রোহিঙ্গারা ভাসানচরে কেমন আছেন, তা দেখার জন্য যান ওই দুই কর্মকর্তা। কিন্তু রোহিঙ্গাদের বিক্ষোভে ক্যাম্পগুলো ঘুরে দেখতে পারেননি তারা।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, ভাসানচরের রোহিঙ্গারা প্রতি মাসে নগদ পাঁচ হাজার টাকা দাবি করেছেন। মানসম্পন্ন রেশন, কর্মসংস্থান ও পর্যাপ্ত চিকিৎসার দাবি করে বিক্ষোভ করেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English