ভারতে বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে অসম ও পশ্চিমবঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে বাড়ি ও রাস্তায় ফাটল দেখা দিয়েছে। এমনকি, ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে একটি পাহাড়ের অংশও।
অসমের উদলগিরি জেলায় অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তে অবস্থিত ভৈরবকুণ্ড পাহাড়ের একটি অংশ ভেঙে পড়েছে এই ভূমিকম্পের জেরে। সেই ঘটনার একটি ভিডিও সামনে এসেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ধীরে ধীরে পাহাড়ের একটি অংশ ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগযোগ মাধ্যমে।
এর আগে বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে শোণিতপুরে প্রথম কম্পন অনুভূত হয়। গুয়াহাটির কাছে শোণিতপুরে ভূপৃষ্ঠের থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গেছে। তার পরে ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। এছাড়া মালদহ, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি, কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।