র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল রবিবার সকালে ২২ কেজি গাঁজা (আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা) উদ্ধার এবং একজনকে আটক করেছে। আটক মো: খলিল (২৮) ভৈরব উপজেলার রামকৃষ্ণপুর উত্তর নয়াহাটি গ্রামের বাসিন্দা।
জানা যায়, র্যাব-১৪ সকালে খলিলের গ্রামের বাড়ি অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ২২ কেজি গাঁজা পাওয়া যায়। বিক্রয়ের জন্য গাঁজা মজুদের অভিযোগে তাকে গ্রেফতার করে তারা।
অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং উপ-পরিচালক স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। গাঁজাসহ আসামিকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে এবং মাদক আইনে থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাবের কোম্পানী অধিনায়ক জানান।