বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ভ্রাম্যমান আদালতের অভিযানঃ বালু উত্তোলনে একজনের কারাদন্ড

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ এস এম মিজান
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪০ জন নিউজটি পড়েছেন
পালরদী নদী থেকে বালু উত্তোলন; একজনের কারাদন্ড

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী নদী থেকে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে সুজন ফকির নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি দুইটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে। দন্ডপ্রাপ্ত সুজন উপজেলার বড় কসবা গ্রামের সামসুল হকের পুত্র।

মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাউরগাতী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সাতে জড়িত সুজনকে আটক করা হয়। পরে আটককৃত সুজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর অধীনে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই ইমাম হোসেনসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English