মতলব পৌর এলাকার বিভিন্নস্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি পালন বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান না করায় ১৩ জনকে ৬ হাজার ৬০০টাকা জরিমানা করেন বিচারক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।
জানা যায়, মতলব পৌর এলাকায় অভিযানে দুইটি কফি হাউজ, মোটরসাইকেল আরোহী, দোকান মালিক, বাজারে আগত ক্রেতা, পথচারীসহ ১৩ জনকে মোট ৬৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।